![মেলান্দহে একুশ উদযাপনে ক্ষুদে শিক্ষার্থীরাও](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbb_126939.jpg)
জামালপুর, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহের কাঙ্গালকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেশিক্ষার্থীরাও ভিন্নভাবে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শিক্ষার্থীদের ফোমের তৈরী শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শহীদমিনার নাথাকায় তারা এমন উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষণিকের জন্য নিজেদের তৈরী শহীদমিনারটি স্কুলের সিড়িতে স্থাপন করে তাতেই শ্রদ্ধা নিবেদন করে।
এসএমসি’র সভাপতি শাহ মো: মন আজমাইশ ফরহাদ কন্ট্রাক্টর, হেড মাস্টার সাইদুর রহমান, সহকারি শিক্ষক রোকেয়া বেগম, আসমাউল হোসনা, সালমানী আফরিন, হাসনাহেনা ও হাসিবাতুল জান্নাত প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা