![বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/badalgachi-21st_126941.jpg)
বদলগাছী ( নওগাঁ ) , ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদ্যাপন করা হয়েছে ।
এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মাসুম আলী বেগ। তাঁর পর পুস্পমাল্য অর্পন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কমান্ডার জবির উদ্দীন, বদলগাছী থানা, বদলগাছী বঙ্গবুন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ভারপাপ্ত অধ্যক্ষ ও প্রভাষক মাহমুদুল হাসান হিরো, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, বদলগাছী প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, উপজেলা বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, বদলগাছী পল্লীবিদ্যুৎ অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়নের সহকারী প্রকৌশলী, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ।
এরপরই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন ।
আর এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ বাজানো হয় । শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল ৯ টায় নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর নেতৃত্বে বদলগাছী থানা প্রাঙ্গণ হতে ভাষা শহীদদের স্মরণে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাবন্য প্রভা বালিকা বিদ্যালয় , আলফা প্রি ক্যাডেট, আইডিয়াল স্কুল ও ইকরা প্রি ক্যাডেট এর ছাত্র-ছাত্রীরা সহ সর্বস্তরের জনসাধারন ।
র্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আ.জ.ম শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ।
এবিএন/ হাফিজার রহমান/জসিম/নির্ঝর