![চকরিয়ায় র্যাবের সাথে গুলাগুলিতে ধর্ষক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbbbb_126943.jpg)
চকরিয়া (চট্টগ্রাম), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে । পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫৯) নামের ধর্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার ভোর রাতে চকরিয়া উপজেলার বদরখালীস্থ নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি দেশী তৈরী বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন বলেন, চলতি মাসের ১১ ফেব্রুয়ারি রাতে ওই এলাকার আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি চতুর্থ শ্রেনীতে পড়–য়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ধর্ষিতা শিশুর পিতা বাদি হয়ে চকরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে ওই আসামীকে ধরতে মরিয়া হয়ে উঠে পুলিশ, র্যাবসহ আইন শৃংখলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে ওই এলাকার নাপিতখালী এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ধর্ষক আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরে র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে আনু মিয়া গুলিবিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মৃতদেহটি উদ্ধার করে চকরিয়া থানায় এনে রাখা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা