![পাঁচবিবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/joypurhat_abnews24_126946.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এই দিবসে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল স্মৃতিসৌধে রাত ১২.১ মিনিটে পুষ্পকস্তবক অর্পণ।
সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরী, সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, ব্যাবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা সহ ছোটদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন সহ বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা