![আড়াইহাজারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbbbbbbb_126949.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার সকালে পারিবারিক কলহ জের ধরে স্বামীর সাথে অভিমান করে রীনা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে উপজেলার সুলতানসাদী এলাকার আবু হানিফার স্ত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে স্বামী হানিফার সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। পরে অভিমান করে রীনা আক্তার বিষাক্ত পদার্থ সেবন করেন। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় একটি (ইউডি) মামলা হয়েছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/তোহা