![মদনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126954.jpg)
মদন (নেত্রকোনা), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনার মদনে বুধবার অমর একুশে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তক অর্পণ করেন। প্রভাত ফেরী,জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে ইএনও মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ,জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, কৃষি অফিসার গোলাম রাসুল,ওসি মো. শওকত আলী,মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন আহমেদ,আব্দুর রহিম,কাজী শাহজাহান প্রমূখ।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা