বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুপার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান। পরে আখউড়া থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়।

সকালে উপজেলা চত্বর থেকে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, রাজনৈতিক দলের সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্পকলার শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি প্রভাতফেরী শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের সমসাময়িক গানগুলো পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমী শিক্ষার্থীরা। ছিল ক্ষুদে শিক্ষার্থী মাইশার কবিতা পাঠ। শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে গঠিত রণাঙ্গণ থিয়েটারের ক্ষুদে অভিনেতারা মঞ্চস্থ করে নাটক “রক্তাক্ত রাজপথ”। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটকটি দর্শকদের মন জয় করে। নাটকটির পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, মিসেস ইউএনও এ্যাড. উম্মে শবনম মোস্তারী প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আব্দুল মমিন বাবুল, হান্নান খাদেম, জুটন বনিক, জালাল হোসেন প্রমুখ।

এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত