শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় নবযাত্রা প্রকল্পের ওয়াশ মেলা সম্পন্ন

কয়রায় নবযাত্রা প্রকল্পের ওয়াশ মেলা সম্পন্ন

কয়রা (খুলনা), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ইউএসএআইডি ডেভলপমেন্ট ফুড প্রকল্প নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন ও ইউনিয়ন ওয়াটশান কমিটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ওয়াশ মেলা গতকাল মঙ্গলবার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই দিনের ওয়াশ মেলার সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, নবযাত্রা প্রকল্পের এ বারের ওয়াশ মেলা সুন্দর সফল হয়েছে এবং আপনাদের সহায়তায় মহেশ্বরীপুর ইউনিয়নে শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে। সে কারনে নবযাত্রা প্রকল্পের চলমান কার্যক্রমে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্যবৃন্দ, নবযাত্রা প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জন পি ব্যাপারী, ওয়াশ কর্মকর্তা মোঃ ইব্রাহীম হোসেন প্রমুখ। ওয়াশ মেলায় অংশগ্রহনকারী ষ্টলগুলোর মধ্যে থেকে সেরা তিনটি ষ্টলকে বিজয়ী ঘোষণা করে স্বারক পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে ১ম পুরুস্কার অর্জন করেন গিলাবাড়ী গ্রাম উন্নয়ন কমিটি (সুশীলনের সহায়তায়) ২য় পুরস্কার অর্জন করেন জনস্বাস্থ্য ও প্রকৌাশলী, কয়রা অফিস ও ৩য় পুরুস্কার পেয়েছেন মহেশ্বরীপুর ইউনিয়ন ওয়াটশান কমিটি।

এছাড়া অংশগ্রহনকারী প্রতিটি ষ্টলকে একটি করে বিশেষ স্বারক প্রদান করা। বৈকালিক অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে আঠারো বছরের আগে বিয়ে নয় গণসচেতনতা তৈরীতে কমিউনিটি থিয়েটার কর্র্তৃক একটি বিশেষ নাটক মঞ্চস্ত করা হয়। স্থানীয় বিপুল সংখ্যক মানুষ নাটকটি দেখতে উপস্থিত হন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নবযাত্রার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জন পি ব্যাপারী।

এবিএন/শহিদুল্লাহ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত