
রাণীশংকৈল (ঠাকুরগাও), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারী) পালিত হয়। দিবসটি পালনে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ, সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ, উপজেলা প্রশাসন, আ’লীগ, জাতীয় পাটি, প্রেস ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ইএসডিও সংস্থা ও সেচ্ছাসেবি সংগঠন রাত ০০.১ মিনিটে ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৪টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনূষ্ঠান ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ডিগ্রি কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে নেকমরদ উপ-শহরে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারী) পালিত হয়।
এবিএন/মোবারক আলী/জসিম/তোহা