
বোদা (পঞ্চগড়), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় আজ বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। ভোরে প্রভাত ফেরীতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের স্মরণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনারের বেদিতে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন ও বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা