![ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/atok2_126983.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী নন্দিরকুটি সীমান্তের ৯৩৮ নম্বর মেইন পিলারের নিকট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর কলেজ পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার মুক্তারাম গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহিন মিয়া (৩২)।
বিজিবি সুত্র জানায়, ওই ২ যুবক ভারত থেকে ফেন্সিডিল এনে সীমান্ত এলাকায় সেবন করছিল। এসময় শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার আবুজারের নেতৃত্বে টহলদল তাদেরকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল ও ১টি হোন্ডা সাইন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/রাজ্জাক