![ঝিনাইদহে পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126986.jpg)
ঝিনাইদহ, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহ শহরে জাতীয় পতাকা না টানানোর অপরাধে ২৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬ শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাই আদালত। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টানানো হয়নি এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের পায়রা চত্তর, সদর থানা এলাকা সহ বিভিন্ন স্থানে ২৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬ শ’ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে আর কেউ যেন এমন ভুল না করে তার জন্য সতর্ক করা হয়।
এবিএন/যবনিকা/জসিম/তোহা