শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডোমারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডোমারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারী, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : শহীদদের প্রতি হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধার মধ্যদিয়ে নীলফামারীর ডোমারে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতুভাষা দিবস পালিত হয়েছে। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২.০১ মিনিটে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের শুচনা হয়।

এরপরেই নীলফামারী-১ আসনের সংসদ সদস্যর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার পর ,বাংলাদেশ আওয়ামী লীগ,বিএনপি,জাতয়িপার্টি,প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে প্রভাতফেরীতে বিভিন্ন স্কুল,কলেজ ও সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। সকাল থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে চিত্রাঙ্কন ,কবিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যদিয়েই শেষ হয় একুশের অনুষ্ঠান।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত