![ঘাটাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126990.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ দিবস উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি, সহকারী কমিশনার আম্বিয়া সুলতানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি আ্যার্টুনি জেনারেল শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক প্রমুখ।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা