বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গ্রন্থ মেলায় কুবির বাংলা বিভাগের দুই শিক্ষকের চার বই

গ্রন্থ মেলায় কুবির বাংলা বিভাগের দুই শিক্ষকের চার বই

কুবি (কুমিল্লা), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : অমর একুশে গ্রন্থ মেলায়-২০১৮-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের দুই শিক্ষকের মোট চারটি বই প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ মাওলা ও প্রভাষক নাহিদা নাহিদ। ড. আহমেদ মাওলা তিনটি বই নিয়ে মেলায় আছেন। বই তিনটি হলো- ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’ (তাম্রলিপি প্রকাশনী); ‘ইমদাদুল হক মিলনের কথা সাহিত্য’ (অনন্যা প্রকাশনী) ও ‘ময়নামতি উপাখ্যান’ (পরিবার পাবলিকেশন)।

এদিকে নিজের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘যূথচারী আঁধারের গল্প’ নিয়ে মেলায় এসেছেন নাহিদা নাহিদ। জেব্রাক্রসিং থেকে প্রকাশিত বইটিতে গল্প আছে মোট ১২টি। সমকালীন চিন্তা, সময়ের প্রতিনিধিত্বকারী প্রতিটি গল্পেই রয়েছে লেখকের মৃত্যুবিষয়ক চিন্তার খোরাক। মৃত্যুচেতনার পাশাপাশি নানাবিধ দর্শনের অবতারণা করা হয়েছে গল্পগুলোতে। বইটি পাওয়া যাবে মেলার ৬৬০ নং স্টলে। উল্লেখ্য, গত বছর তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘অলকার ফুল’ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল।

এ বছরের তিনটি বই নিয়ে ড. আহমেদ মাওলার মোট বইয়ের সংখ্যা ২৭টি। যার মধ্যে রয়েছে উপন্যাস, প্রবন্ধ, ছড়া, ছোটগল্প এবং সমালোচনা সাহিত্য। এবার মেলায় প্রকাশিত ‘ময়নামতি উপাখ্যান’ নিয়ে ড. আহমেদ মাওলা জানান, ‘‘ময়নামতি উপাখ্যান’ কোনও ইতিহাসগ্রন্থ নয়। এটা উপন্যাস। কুমিল্লার প্রাচীন ইতিহাস, প্রতœতাত্ত্বিক নির্দশনকে কেন্দ্র করে রচিত। সময়ের বিস্তৃত প্রেক্ষাপটে ধর্ম, দর্শন, ইতিহাস, নৃবিজ্ঞানসহ নানা জ্ঞানকা-ের চেহারা এখানে উদ্ভাসিত হয়েছে। যেটি সময়ের নির্বাক ইতিহাস, সবাক হয়ে পাঠকের সাথে কথা বলবে।’

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত