বাউফল (পটুয়াখালী), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে মাহন জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ, এমপি, উপজেলা পরিষদ, উপজেল প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বাউফল প্রেসক্লাব, সাংবাদিক এক্য পরিষদ, পৌরসভা, পুলিশ, বিএনপি, জাতীয়পার্টি, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় সহীদ মিনারে পাবলিক মাঠে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এর নেতৃত্বে প্রভাত ফেরি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাউফল পাবলিক মাঠে যেয়ে শেষ হয়।
প্রভাত ফেরি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামানের উপস্থিতে দিসটির তাৎপর্য উপরে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি, ও মহান জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক