বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে

বিজয়নগরে মহান শহীদ দিবস পালিত

বিজয়নগরে মহান শহীদ দিবস পালিত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অমর একুশে ফেব্রুয়ারি। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

রাত ১২.১ মিনিটে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, বিএনপি, জাসাস, ওয়াকার্সপাটি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ এর সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তার মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন নাহার রুমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আর্শাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃধা,ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান প্রমুখ।

এবিএন/টিপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত