![আড়াইহাজারে ৪ দিনব্যাপী ২১ শে বইমেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/100_5777_126998.jpg)
আড়াইহাজার, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার ৪ দিন ব্যাপী ২১ শে বইমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। কলেজের অধ্যক্ষ সদানন্দ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রশীদ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, এড. মাহবুবুর রহমান মাসুম সভাপতি নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রেসক্লাব নাফিজ আশরাফ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন আফজাল হোসেন পন্টি।
এদিকে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এম এ হাকিম ভূঁইয়া সভাপতি ও সাধারণ সম্পাদক এ আর কামাল শেখসহ অন্যান্য সদস্যরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ভিপি শরীফ।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/রাজ্জাক