
পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজার এলাকায় শহীদ মিনার না থাকায় স্থানীয়রা বাঁশ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করার লক্ষে বাঁশ ও কাপড় দিয়ে নিজ অর্থায়নে অক্লান্ত পরিশ্রম করে শহীদ মিনার নির্মান করেন স্থানীয় শিক্ষক কামাল হোসেন,আমিনুল ইসলাম,যুবলীগের সভাপতি শাহা সেকেন্দার আলী জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অনেকেই। এ বিষয়ে ইউ’পি চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, ওই এলাকায় শহীদ মিনার না থাকায় স্থানীয়রা বাঁশ দিয়ে মিনার নির্মাণ করা করেছে।
একদিন বাঁশের তৈরি শহীদ মিনারটি যেন সত্যিকারের ইট সিমেন্টের শহীদ মিনার হয়। এই বিষয়ে আমি প্রশাসনের বরাবরে আবেদন করবো।
এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/রাজ্জাক