![তারাগঞ্জ শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/dsc_0793_127016.jpg)
তারাগঞ্জ (রংপুর), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন, সকল দলীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জিও এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও জিলুফা সুলতানা, সহ-কারি কমিশনার (ভুমি) তাসলমিা বেগম, কৃষি অফিসার রেজাউল করিম, প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান, ওসি জিন্নাত আলী, হাইওয়ে ওসি আব্দুল্লাহেল বাকী, সমাজসেবা অফিসার শাহিনুর ইসলাম, স্বাস্থ্যও পঃপঃ অফিসার মোস্তফা জামান। এছাড়াও দলীয় সকল সংগঠনগুলো অংশগ্রহন করে।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/রাজ্জাক