![রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/rongpur_abnews24_127026.jpg)
রংপুর, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইকরচালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসযাত্রী শাহাব উদ্দিন (৬০) ও রত্না (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুর আসছিল। অপরদিকে একটি পিকআপ রংপুর থেকে সৈয়দপুরে যাচ্ছিল। ইকরচালি এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে ২ জন মারা যায়। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ আটক করা হয়েছে।
নিহতদের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ