![মুন্সীগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/shaheed-minar-abnews_127044.jpg)
মুন্সীগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।
এ্যাড. শাহীন মো: আমান উল্লাহর সঞ্চালনায় ও জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল ও বীর মুক্তিযোদ্ধা এম.এ কাদের মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মৃণাল কান্তি দাস বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। অপরাজয় বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, সাভারের স্মৃতিসৌধসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে টিকিয়ে রাখতে হলে আপনারা অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন। আর যদি নৌকা হেরে যায় তাহলে এসবকিছু ধ্বংস করে ফেলবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সময়ে রজত জয়ন্ত্রী উদযাপন করবে এর ধারাবাহিকতা আপনাদেরকে রক্ষা করতে হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা শেষে জেলা শিল্পকলা একােডেমী, সংগীত একাডেমী ও থিয়েটার সার্কেল এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/এমসি