![শিবপুরে একুশে বইমেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/sova_abnews_127046.jpg)
শিবপুর (নরসিংদী), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : শিবপুর উপজেলা পরিষদ মাঠে গতকাল বুধবার সকাল ১১টায় ৫ দিন ব্যাপী একুশে বইমেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়।
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রশাসনের আয়োজনে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন মেলায় এসে বই কিনে বই পড়ার অভ্যাস গড়ে তুলে।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার ভুমি সুফল চন্দ্র গুলদার, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূঁইয়া, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মাসুদুর রহমান প্রমুখ।
মেলায় ২০টি স্টলে বিভিন্ন লেখকের লেখা বইয়ের পসরা সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত বই কিনতে পারবে পাঠকরা।
মেলা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি