
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফ্রান্স নানা কর্মসূ্চির মধ্য দিয়ে পালিত হল মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল বুধবার সকাল ৯.০০ঘটিকায় ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধ নিমিত করে ঊত্তোলনের মাধ্যমে মহান ভাষা দিবসের অনু্ষ্টানমালা আরম্ভ হয়। প্যারিসে বাংলাদেশ দূতাবাস সহ অনান্য স্থানে ভাষা দিবস পালনের জন্য পৃথক আয়োজন করা হয়েছে।
প্যারিসের আইফেল টাওয়ার পাশে একুশ উদযাপন পরিষদ ফ্রান্স,এবং ঐতিহাসিক রিপাবলিক চত্তরে সম্মিলিত একুশ উদযাপন এর বিশাল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
সম্মিলিত একুশ উদযাপন স্থানীয় সময় বুধবার বিকাল ২:০০ঘটিকা থেকে অনুষ্টানমালার সূচনা করে। অনুষ্টানমালার মধ্যে ছিল : অস্থায়ী শহিদ মিনার নির্মান করা,শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পন,হাজারো কন্ঠে একুশের গান,একুশের ছড়া ও কবিতা আবৃতি এবং আলোচনা সভা ।
ফ্রান্সে প্রবাসী বাঙ্গালীরা একটি স্থায়ী শহীদ নির্মানের দাবী জানান এবং এ বিষয়ে দূতাবাস অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এবিএন/মোহাম্মদ আব্দুল মুহিব/জসিম/নির্ঝর