বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই

কাউখালীতে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই

কাউখালী (পিরোজপুর), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউস আবাসনে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।

জানা গেছে, উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউজের ২নং ব্লকের একটি ঘর থেকে বুধবার সন্ধ্যায় অগ্নিক-ের সূত্রপাত হয়। মুহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন ও কাউখালী দমকল বাহিনীর সদস্যরা দু’ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে ২নং ব্লকের একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত