
লক্ষ্মীপুর, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে গতকাল রাত সাড়ে বারোটার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরের এস আর রোডস্থ উপশম হাসপাতালের পরিচালক মো: ইসমাইল মোল্লাহ (৬০) গতকাল বুধবার রাত সাড়ে বারোটার দিকে মটরসাইকেল যোগে বাজার করে বাড়ি ফিরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে সজোরে ধাক্কা লেগে পড়ে মারাক্তক আহত হন ইসমাইল মোল্লা। পরে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার শিউলী।
ইসমাইল মোল্লাহর অকাল মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর আওয়ামী লীগ সভপতি ইসমাইল হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/এমসি