বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দাউদকান্দিতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দাউদকান্দিতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : দাউদকান্দি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।

গতকাল বুধবার রাতে গৌরীপুর-কচুয়া সড়কের পাশে উপজেলার পিপিয়ারায়পুর গ্রামে অভিযান চালিয়ে আইয়ুব আলীর ছেলে সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য আব্দুন নুর জানান, গতকাল বুধবার রাতে আমার দুই অফিসার ফিরোজ ও সোহেলকে নিয়ে রাতভর ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরেছি।

দীর্ঘদিন যাবৎ তার পুরো পরিবার এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাব-মা দু’জনেই পালিয়ে যায়।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত