![বন্ধুর জন্য ভালবাসা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/faridpur-friend_127071.jpg)
ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রায়ত বন্ধুর জন্য বালবাসা দেখিয়েছে সহযোদ্ধা বন্ধুরা। সম্প্রতি দুর্ঘটনায় মারা যায় ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রানা ও সাজ্জাদহোসেন টুটুল। প্রায়ত দুই বন্ধুকে স্মরণ করে শোক সভা ও দোয়া মাহফিলেন আয়োজন করে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর- ৯৭ ব্যাচ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন। ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর অডিটরিয়ামে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মীর মোশাররফ হোসেন।
শোক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ারুর কবির, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার তোফায়ের হোসেন, কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার কামরুজ্জামান মিয়া, ইঞ্জিনিয়ার আসলাম, ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, সাবেক ভিপি সৈয়দ আদনান হোসেন অনু।
শোক সভা শেষে প্রায়ত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে প্রায়ত বন্ধ ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রানার পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ১লাখ ২০হাজার টাকা প্রদান করা হয়।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর