রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ফ্রান্সে বাংলা কাগজের মতবিনিময় সভা

ফ্রান্সে বাংলা কাগজের মতবিনিময় সভা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফ্রান্সে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৮ প্রদান উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় গত ১৮ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের গার দো নর্দের একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যস্থ থেকে আগত বাংলা কাগজের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল খালিকের সভাপতিত্বে ও বাংলা কাগজের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা কাগজের ফ্রান্স ব্যুরো প্রধান এনায়েত হোসেন সোহেল। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী।

ফ্রান্সে বাংলা কাগজের মতবিনিময় সভা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ, চ্যানেল আই ইউরোপের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এটিএন বাংলা ইউকের বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম,এলবি টুয়েন্টিফোর মিড্ ল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব হেনু মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খান, বরিশাল বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মোতালেব খান,ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার , ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি মামুন মিয়া,সাধারণ সম্পাদক শুভ্রত শুভ ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জুনেদ আহমদ,গোলাপগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী মেম্বার, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক অজয় দাস, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাবেক সভাপতি হাসান সিরাজ, উপদেষ্টা সৈয়দ খালেদ আলী, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি আজিজুর রহমান,ফ্রান্স আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার কাজী, প্যারিস বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস কাজল,মৌলভীবাজার যুব সমিতি ফ্রান্সের সভাপতি আলী খান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী হোসেন,প্যারিস বাংলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহ জালাল স্পটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন,আব্দুল কাউয়ম,সাঈদ আহমদ,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সেলিম, সাংবাদিক আবুল কালাম মামুন,গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সহ সভাপতি সেলিম আহমদ,আলতাফুর রহমান, সেলিম উদ্দিন, জয়নাল আবেদীন সিদ্দীকি মোহাম্মদ সেলিম,আজমল হোসেন,ইমদাদুর রহমান বুলবুলসহ আরো অনেকে।

এ বক্তারা বলেন, অন্যান্য দেশের ন্যায় এ বছর ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে যারা স্ব – স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে বাংলা কাগজ আগামী পহেলা এপ্রিল বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্যারিসে এওয়ার্ড প্রদান করা হবে। এ জন্য সকলের সু পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

এবিএন/মোহাম্মদ আব্দুল মুহিব/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত