শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা

চকরিয়ায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা

চকরিয়ায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা

চকরিয়া, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে র‌্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে শিশু ছাত্রী ধর্ষণ মামলার আসামী নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। হত্যা, অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের জেসিও নায়েক সুবেদার মো.আবুল কালাম বাদি হয়ে নিহত আনু মিয়াকে প্রধান ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে এ মামলা দায়ের হয়। মামলার তিনটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চাকমাকে।

মামলায় বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি ভোরে উপকুলীয় ইউনিয়নের বদরখালীর আজমনগর পাড়ায় একদল ডাকাত সশস্ত্র অবস্থান নেয় ডাকাতির উদ্দেশ্যে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি টিম ঘটনাস্থলে যাওয়া মাত্রই র‌্যাবকে উদ্দেশ্যে করে গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে ২০ মিনিট ধরে গুলি বিনিময়। এসময় র‌্যাবের পক্ষ থেকে ২১ রাউন্ড ও ডাকাতরা অসংখ্য গুলি করে। গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে লাশসহ একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ২ রাউন্ড খোসা উদ্ধার হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত আনু মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় মেম্বার ও চৌকিদারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই আনু মিয়ার মরদেহ সামাজিক খবরস্থানে দাফন করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত