শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে বাড়ীর সিমানা নিয়ে সংঘর্ষ: আহত ৮

তিতাসে বাড়ীর সিমানা নিয়ে সংঘর্ষ: আহত ৮

তিতাস(কুমিল্লা) , ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ীর সিমানা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার উলুকান্দি গ্রামের মৃত জব্বার ভূইয়ার বাড়ীতে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।

এদের মধ্যে মমিন মিয়া কে (৫ ০) আশংঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।এঘটনায় বিল্লাল মিয়া বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মৃত জব্বার মিয়ার ছেলে মমিন মিয়া প্রতিেিবশী মারু মিয়া ছেলে হারুন ময়িাকে অনুরোধ করে বলে চলাচলের যায়গা রেখে ঘরের কাজ করেন। এসময় দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় উভয়ে সংঘর্ষে জরিয়ে পরে।

এসময় উভয় পক্ষের ৮জন আহত হয় । আহরা হলো মমিন মিয়া(৫০),মজি আক্তার(২২),তৈহিদ মিয়া(৪৯),বিল্লাল মিয়া(৩০),আলেহা(৪৫) ও ইভা(১৪)। অপর পক্ষের মারু মিয়া(৫০) ও ফাহিমা(১৫)।এস আই হারুন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত