
হরিপুর (ঠাকুরগাঁও) , ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁয়ের হরিপুরে যাত্র ফেডারেশনের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের ভুমিকার বিভিন্ন দিক তুলে ধরে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব লাভলী আহাম্মেদ, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর, আ’লীগ হরিপুর উপজেলার শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, যাত্রা ফেডারেশনের সভাপতি ফজলে এলাহী মুকুল চৌধুরী, ঠাকুরগাঁও জেলা যাত্রা ফেডারেশনের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা বাবু রুপ কুমার গুহ ঠাকুরতা প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত যাত্রা ফেডারেশনের সকল সদস্যের সম্মতিতে সম্মেলনের আহবায়ক আবুল কাশেম প্রধানকে সভাপতি ও নগেন্দ্ররাম দাস কে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রা ফেডারেশনের হরিপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
এবিএন/কবিরুল ইসলাম কবির/জসিম/নির্ঝর