
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে তিনটি পদে ৮৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়, করপোরেশনের সদর দপ্তরসহ মাঠপর্যায়ের বিভিন্ন জোন দপ্তর, শিল্প ইউনিট ও রাবার বাগানগুলোতে কাজের সুযোগ পাওয়া যাবে।
পদের নাম : সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা : ৩৭ জন
যোগ্যতা : বিএসসি অথবা ব্যাচেলর ইন এগ্রিকালচারে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে পাস করা থাকতে হবে।
পদের নাম : নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৩৮ জন
যোগ্যতা : প্রার্থীদের যেকোনো বিভাগে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম : নিম্ন বিভাগীয় সহকারী (হিসাব) কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৯ জন
যোগ্যতা : প্রার্থীদের বাণিজ্য বিভাগে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ২০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবদেন প্রক্রিয়া : আবেদন ফরম সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, বনশিল্প ভবন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা- ১০০০ বরাবর পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা : আবেদন পত্র পাঠানোর শেষ সময় ২২ মার্চ ২০১৮।
বিস্তারিত জানতে পুরো বিজ্ঞপ্তিটি দেখুন-
এবিএন/রাজ্জাক/জসিম/এআর