বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিএসইতে দেড় বছরে সর্বনিম্ন লেনদেন

ডিএসইতে দেড় বছরে সর্বনিম্ন লেনদেন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ: আজ বৃহস্পতিবার লেনদেন এসে ঠেকেছে ২৮৯ কোটি টাকায়। ডিএসইতে যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২০১৬ সালের ১১ জুলাই ডিএসইতে ২৭২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে ২৮৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১০১ কোটি ৭৬ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকে তারল্য সংকট ও বাংলাদেশ ব্যাংকের আমানত ও ঋণসীমা সমন্বয় নিয়ে সিদ্ধান্ত বাজারকে এ ধারায় টেনে আনছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত