![শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/road-accident_abnews24_127097.jpg)
শরীয়তপুর, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা কয়েকজন নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
ট্রাকের নিচে চাপা পড়ে থাকা তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন জানিয়ে ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এবিএন/মমিন/জসিম