![রৌমারীতে লাইফ লাইন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/life_127104.jpg)
রৌমারী (কুড়িগ্রাম) , ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : রৌমারীতে লাইফ লাইন অর্গানাইজেশন (এলএলও) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমের সামন থেকে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে ওই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন, কুড়িগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, উপজেলা চেয়াম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান ফজলুল হক ম-ল, সংগঠনের সভাপতি আকতার আহসান বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রানা ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। উল্লেখ, সংগঠনটি ২২ ফেব্রুয়ারি ২০১৭ সালে যাত্রা শুরু করে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। সংগঠনটিতে ৬১ জন সদস্য রয়েছেন।
এবিএন/ রফিকুল ইসলাম সাজু/জসিম/নির্ঝর