![পাঁচবিবিতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/pachbibi-map_127113.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি এন,এম সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার এসএসসির (দাখিল) রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল-আমিন ও মিনহাজ প্রধান নামে দুই পরীক্ষার্থীর ভ্রাম্যমাণ আদালতে ২ বছর করে সাজা এবং অন্য এক মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা।
পরীক্ষা কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানায়, পরীক্ষা কেন্দ্রের ৪ নং রুমের ২ জন পরীক্ষার্থী মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তারা উপজেলার ধাপেরহাট দাখিল মাদরাসার পরীক্ষার্থী ছিল।
একই সাথে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট দাখিল মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির ও ধাপেরহাট মাদরাসার সাবেক শিক্ষার্থী নাঈম এর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি