![নাসিরনগরে হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/nasirnagar_127126.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে, তাদের জন্য পৃথক আইন করতে হবে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে, অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন করতে হবে, ১৯টি সংখালূঘু সংগঠন নিয়ে জাতীয় ঐক্য করতে হবে, সংসদে সংখ্যালুঘু আসন বৃদ্ধিসহ এরূপ ৭টি এজেন্ডা আওয়ামী লীগ সরকারকে বাস্তবায়ন করতে হবে কথাগুলো বলেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড: রানা দাশ গুপ্ত।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সম্মেলন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডঃ রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডি, আই,জি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন (দিপু)।
তাছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দিলীপ নাগ, সভাপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা, বীর মুক্তিযোদ্ধা অমরেন্দু লাল রায় সাধারণ সম্পাদক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা, প্রদ্যেৎ নাগ সাংগঠনিক সম্পাদক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা, অঞ্জন কুমার দেব, ভাইস চেয়ারম্যান নাসিরনগর উপজেলা পরিষদ, অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, সভাপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা। অসীম কুমার পাল, উপদেষ্টা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, নাসিরনগর উপজেলা, প্রবীর কুমার দেব, সভাপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা, সুভাষ চন্দ্র পাল, উপদেষ্ঠা পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
তাছাড়াও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ,টি,এম মনিরুজ্জামান সরকার, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর, ওসি তদন্ত রঞ্জন গোপ।
অনুষ্ঠানে এলকার সংখ্যালুঘু সম্প্রদায়ের প্রচুর লোকজনের উপস্থিতি ছিল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নাসিরনগর উপজেলা শাখা সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী।
এবিএন/মোঃ আব্দুল হান্নান/জসিম/রাজ্জাক