![দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/sirajgoang_abnews24_127128.jpg)
সিরাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : “দৈনিক আজকের সিরাজগঞ্জ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সিরাজগঞ্জ শহর থেকে প্রকাশিত “দৈনিক আজকের সিরাজগঞ্জ” পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পনে আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ (সদর ও কামারখন্দ) আশনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
উক্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পৌর প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী, দৈনিক আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান দিলু, দৈনিক আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার প্রকাশক জেহাদুল ইসলাম, নির্বাহী সম্পাদক হেলাল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার প্রধান বার্তা সম্পাদক এস,এম তফিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান প্রমূখ।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক