![ক্ষেতলালে স্কাউট দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/rally_abnews_127132.jpg)
ক্ষেতলাল (জয়পুরহাট), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্কাউটের আয়োজনে বৃহস্পতিবার স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬১তম জন্মদিন ও স্কাউট দিবস ২০১৮ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কবি প্রাবন্ধিক সাংবাদিক এ এইচ এম আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, শিক্ষক গোলাম কিবরিয়া, সেলিনা পারভীন প্রমুখ।
এবিএন/মিজানুর রহমান/জসিম/এমসি