শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চিতলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চিতলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাট, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চিতলমারী কেন্দ্রয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষে পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মো: আবুসাঈদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এরপর আ.লীগের ভারপ্রপ্ত সভাপতি বাবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক পিযুষ কান্তি রায় দলের সকল নেতা কর্মিদের নিয়ে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢলনামে। তারা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন গুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত আবস্থায় উত্তোলন, প্রভাত ফেরী, সকল মসজিদ, মন্দির ও গির্জায় ভাষা শহীদদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রর্থনা করা হয়। সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুসাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, ঘাতক দালাল নিমর্ুৃল কমিটির সভাপতি অধ্যক্ষ মহাসিন রেজা, শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান, সুখময় ঘরামী প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এবিএন/এস এস সাগর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত