![চকরিয়ায় জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/lash-uddar_127142.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ ও পরণে শার্ট-পেন্ট ছিল। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া পাহাড়ি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যুবকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যাওয়া লোকজন মরদেহটি দেখে স্টেশন এলাকার লোকজনকে জানায়। পরে এলাকার জনপ্রতিনিধিরা পুলিশকে অবহিত করলে থানার এসআই গাজী মাঈনউদ্দিন একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অজ্ঞাত ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে বলতে পারছিনা। তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হচ্ছে। চিকিৎসকের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে। তার পরিচয় উদঘাটনে ছবিসহ নিকটবর্তী বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি