![গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/road-accident@abnews_127151.jpg)
গোপালগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে বীণা উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত এসআই কবির আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদ (৩০)। তিনি নিজবাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মাগুরা যাচ্ছিল।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই হযরত আলী জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ববর্তী খাদে চলে যায়। এতে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। তবে যাত্রীবাহী বাসের কারও কোনো ক্ষতি হয়নি।
এবিএন/জনি/জসিম/জেডি