শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কসবায় স্কাউট দিবস পালিত

কসবায় স্কাউট দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ বৃহস্পতিবার বিকেলে কসবায় স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬১ তম জন্মদিন উপলক্ষে জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপ স্কাউট দিবস ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট কসবা উপজেলার সভাপতি হাসিনা ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা উপপরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার।

ওডিপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউট কমিশনার আয়েশা আক্তার ও সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।

জেনেটিক কম্পিউটার একাডেমীর প্রতিষ্ঠাতা সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্কাউট মো. হাসান মিয়া, আকরাম হোসেন, শরিফুল ইসলাম তুহিন, ফাত্তাহ মাহমুদ নিহাল, আল সাইফ, আরহাম, মেরাজুল আশেক, রফিকুল আলম চৌধুরী প্রমুখ।

পরে প্রধান অতিথি ২৮ জন স্কাউটকে বিভিন্ন সময়ে অর্জিত সনদপত্র, ব্যাজ ও অ্যাওয়ার্ড তুলে দেন।

এবিএন/অলিউল্লাহ সরকার অতুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত