![বোদায় এক যুবকের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/attohotta-logo_127170.jpg)
বোদা (পঞ্চগড়), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় গতকাল বৃহস্পতিবার বিমল রায়(২২) নামের এক যুবক গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কামারপাড়া গ্রামে।
জানা যায়, কামারপাড়া গ্রামের হেমন্ত রায়ের ২য় পুত্র বিমল রায় বাড়ি লোকজনদের কাউকে কিছু না জানিয়ে একটি কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে বেশ কিছু দিন ধরে কাজী ফিড মিলে চাকুরী করে আসছিলেন।
ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বোদা থানায় একটি ইউ’ডি মামলা হয়েছে।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক