রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে শহীদ মিনার পরিস্কার করলেন সংবাদকর্মী

ঠাকুরগাঁওয়ে শহীদ মিনার পরিস্কার করলেন সংবাদকর্মী

ঠাকুরগাঁওয়ে শহীদ মিনার পরিস্কার করলেন সংবাদকর্মী

ঠাকুরগাঁও, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনসহ সর্বস্থরের মানুষ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

কিন্তু ভাষা শহীদদের ২১শে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানানোর ১ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই ২২শে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারের অবমাননা করা হয়। বেদিতে দেওয়া ফুলের ডালা স্থানীয় লোকজন লুটপাট করে ও নোংরা করে রাখে শহীদ মিনার।

আর সেই শহীদ মিনারের উপর জুতা পায়ে দিয়ে সন্তানদের নিয়ে উঠা-নামা করছে অভিভাবক সহ তরুন প্রজন্ম। এমন দৃশ্য আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখার পরে থেমে থাকতে পারেনি ঠাকুরগাঁওয়ের তরুন সাংবাদিক তানভীর হাসান তানু। ঝাড়ু হাতে শহীদ মিনার পরিস্কার করতে দেখা যায় তাকে।

ঝাড়– দিচ্ছেন কেন? এমন প্রশ্ন জানতে চাইলে তানভীর হাসান তানু জানায়, ব্যক্তিগত কাজে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে যাচ্ছিলাম। শহীদ মিনারের এমন দশা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। তাই নিজেই ঝাড়ু নিয়ে পরিস্কার করেছি। এ সময় ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুজন শিক্ষার্থীও সাথে ছিল।

তিনি বলেন 'একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে জুতা পায়ে অবাধে শহীদ মিনারে উঠল, আবার নেমে পড়ল'। ইচ্ছা করলেই তার বাচ্চাকে জুতা খুলে শহীদ মিনারে উঠার অভ্যাস করাতে পারতো।

তিনি দুঃখ করে বলেন, আজকাল অভিভাবকরা বাচ্চাদের বইয়ের মাঝে সীমাবদ্ধ করে রেখেছেন, বাস্তবে অনেক কিছুই আছে যা ক্ষুদে শিক্ষার্থীদের শেখানো দরকার। শহীদ মিনারে ঝাড়ু দিতে গিয়ে অনেকের হাসির পাত্র হয়েছি। কিন্তু আমি চাই আমাদের মাঝে একটা পরিবর্তন আসুক। প্রতিবার এই বিষয়ে নিউজ হওয়ার পরেও মানুষ সচেতন হচ্ছে না। আমরা সচেতন না হলে আমাদের সমাজ একদিন ধংস্ব হয়ে যাবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, বিষয়টি জানার পর শহীদ মিনারে প্রশাসনের লোক দ্বারা পরিস্কার করানো হয়েছে। সংবাদকর্মী তান্ওু সহযোগিতা করেছে। শহীদ মিনার পরিস্কার রাখা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব।

শহীদ মিনার পরিস্কার রাখার জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সবার মাঝে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে এবং সবাই শহীদ মিনার পরিস্কার রাখার চেষ্টা করবে।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত