বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে মুক্তিযোদ্ধার উপর হামলা

তিতাসে মুক্তিযোদ্ধার উপর হামলা

তিতাস (কুমিল্লা), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন (৭২) উপর একদল দুস্কৃতকারী অতর্কিত হামলা করে আহত করেছে বলে মুক্তি যোদ্ধার পরিবারের দাবি।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বাতাকান্দি বাজারের কেশবপুর সিএনজি চালিত অটোরিক্সা ষ্টেশনে। এ সময় আহত মুক্তি যোদ্ধাকে উপস্থিত লোকজন উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহতের ছেলে মো.মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বাতাকান্দি বাজারস্থ বাদীর ছোয়া ফ্যাশন থেকে দুই লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠলে একই গ্রামের মৃত আঃ করিম মিয়ার ছেলে ওবায়েদ (৪৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে অলী মিয়া (৪২) ও মৃত জাহেদ মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৪৩)সহ অজ্ঞাত আরো কয়েক জন দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাদীর পিতা বীর মুক্তি যোদ্ধা মো.জয়নাল আবেদীনের উপর অতর্কিত হামলা করে গুরতর আহত করে। সাথে থাকা দ্ইু লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

অপর দিকে অভিযুক্ত অলী মিয়া ও ওবায়েদ সাংবাদিকদের বলেন, পূর্ব থেকে জয়নাল আবেদীনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। এঘটনায় আগামী ২মার্চ ২০১৮ ইং তারিখে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশী বৈঠকের মাধ্যমে মিমাংশা করে দেয়ার কথা ছিল। ওই সুত্র ধরেই হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা মিথ্যা।

এবিএন/কবির হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত