![পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/22.02.17-paikgacha_127178.jpg)
পাইকগাছা (খুলনা), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে প্রভাত ফেরি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রবন্ধ উপস্থাপনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আওয়ামী লীগ নেতা আলাহাজ্ব শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক