![পাইকগাছায় প্রবীনদের মাঝে উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/paikgacha-map_127179.jpg)
পাইকগাছা (খুলনা), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় পিকেএসএফ- এর সহযোগিতায় ও আরআরএফ- এর বাস্তবায়নাধীন প্রবীন কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থদের মঝে বিভিন্ন উপকরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার গদাইপুর সমৃদ্ধি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সংস্থার কর্মকর্তা জুলিয়ান কোরাইয়া, বিশ্বজিৎ বিশ্বাস, আশরাফুল আলম, শেখ আরিফুর রহমান, এখলাছুর রহমান, তারক মজুমদার, আব্দুল্লাহ আল জুবায়ের ও নাজিরুন নাহার। অনুষ্ঠানে প্রবীনদের মাঝে দুইটি হুইল চেয়ার, ১৭টি লাঠি, ২০টি ছাতা, ৬টি কোমট ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিতরণ শেষে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও গদাইপুর ফুটবল মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক