![কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/kotchandpur-pic-22-02-2018_127184.jpg)
কোটচাঁদপুর (ঝিনাইদহ), ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসুচী পালন করেন। যার মধ্যে ছিল শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, প্রতাকা উত্তোলন, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরী।
১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসটি শুরু হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে করা হয় প্রভাত ফেরী,পরে পাইলট স্কুল মাঠের বই মেলা প্রাঙ্গনে করা হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার নাজনীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো: নবী নেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, থানার ওসি তদন্ত জয়নাল আবেদীন সরকার,মহিলা বিষয়ক মুন্সি ফিরোজা সুলতানা। দিবসের শুরুতে শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো: নবী নেওয়াজের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ,এরপর উপজেলা নিবার্হী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে ফুল দেন উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ), উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স,কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ অন্যতম।
এবিএন/সুব্রত সরকার/জসিম/রাজ্জাক